গাজা উপত্যকায় শুক্রবার ইসরায়েলের বিমান হামলায় ১৫ জন নিহত হওয়ার পর গতকাল শনিবার আরো তিনজন প্রাণ হারিয়েছে। মিথ্যা ‘সন্ত্রাসবিরোধী অভিযানের’ নামে ইসরায়েল ওই হামলা চালায়।গত বছর মে মাসে হামাস শাসিত গাজায় দীর্ঘ ইসরায়েলি হামলায় অনেক সাধারণ মানুষসহ ২৫৬ জন নিহত হয়। এবারের বিমান হামলা সেখানে আরেকটি বড় সংঘাতের আশঙ্কা সৃষ্টি করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, উপত্যকার খান ইউনুস শহরে ইসরায়েলের বিমান হামলায় দুজন নিহত হয়েছে। উত্তরাঞ্চলীয় বেইত হানাউন শহরে বেসামরিক গাড়িতে গোলা পড়ে এক মা নিহত।ছেলের বিয়ের অনুষ্ঠান সেরে কনেকে নিয়ে বাড়ি ফেরার পথে বিমান হামলার শিকার হন নামেহ আবু কায়দা নামের ওই নারী।,
গাজা কর্তৃপক্ষ গতকাল জানায়, আবু কায়দাসহ হামলায় তখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৩ হয়। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ শুক্রবার হামলার পরই দাবি করেছিল, কমপক্ষে ১৫ জন নিহত।ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, গাজায় ‘ইসলামপন্থী সন্ত্রাসীদের’ বিরুদ্ধে ‘আগাম প্রতিরোধমূলক’ অভিযান চালানো হচ্ছে। দেশটি এর নাম দিয়েছে ‘অপারেশন বেকিং ডন’। ইসরায়েলি সেনাবাহিনী গতকাল জানায়, এই অভিযান সপ্তাহের শেষ পর্যন্ত চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে,। হামলা বন্ধে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে তারা।কয়েক দিন আগে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নিয়ন্ত্রিত পশ্চিম তীর অঞ্চল থেকে ইসলামী জিহাদের কমান্ডার বাসাম আল-সাদিকে গ্রেপ্তার করে ইসরায়েল। এর পরই ওই সংগঠন ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর জেরেই এলো ইসরায়েলের এই বিমান হামলা।