বিশ্ববাজারের সাথে সমন্বয় করে দেশের মার্কেটপ্লেসে জ্বালানি তেলের প্রাইস বাড়িয়েছে সরকার। শুক্রবার রাত 12 টা থেকে এটা কার্যকর করা হয়েছে।নিউ মূল্য অনুযায়ী— প্রতি লিটার ডিজেল ৮০ টাকা থেকে ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, কেরোসিন ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, অকটেন ৪৬ টাকা বেড়ে ১৩৫ টাকা ও পেট্রোল ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে।শুক্রবার (৬ আগস্ট) রাত ১০টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ এলাম উদ্দিন স্বাক্ষরিত বার্তা প্রজ্ঞাপনে এ ইনফরমেশন হয়েছে।
সর্বশেষ ২০২১ সালের ৪ নভেম্বর ডিজেল এবং কেরোসিনের দাম বাড়ানো হয়। সেই সময় এই দুই জ্বালানির দর লিটারপ্রতি ৬৫ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করা হয়। ৮ মাসের ব্যবধানে আবার বাড়ানো হলো তেলের দাম। তবে ওই সময় পেট্রোল আর অকটেনের প্রাইস অপরিবর্তিত রাখা হয়েছিল। এবার সকল ধরনের জ্বালানি তেলেরই দাম বাড়ানো হলো।