এক সৌদি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে অমুসলিমকে পবিত্র নগরী মক্কায় প্রবেশে সহায়তা করার অভিযোগে খবরাটি শুক্রবার দেশটির পুলিশ জানিয়েছে। এক ইসরায়েলি সাংবাদিকের বিরুদ্ধে অনলাইনে শোরগোলের পর এই কুলাঙ্গার সৌদি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।খবরে বলে, ইসরায়েলের চ্যানেল-১৩-এর সাংবাদিক গিল তামারি, অমুসলিমদের ওপর থাকা নিষেধাজ্ঞা ভঙ্গ করে মক্কায় লুকিয়ে প্রবেশ করার একটি ভিডিও সোমবার তার ব্যক্তিগত টুইটারে পোস্ট করেন।সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) খবরে একজন পুলিশ মুখপাত্র বলেছেন, মক্কার আঞ্চলিক পুলিশ একজন অমুসলিম সাংবাদিককে মক্কায় প্রবেশে সহায়তার অভিযোগে একজন নাগরিককে প্রসিকিউটরদের কাছে তুলেছে। এসপিএ ওই সাংবাদিকের নাম না জানালেও বলেছে, তিনি একজন মার্কিন নাগরিক। দেশটি ২০২০ সালে মার্কিন উদোগে প্রতিষ্ঠিত আব্রাহাম চুক্তিতে যোগ দেয়নি, ওই চুক্তির মাধমে ইহুদি রাষ্ট্রটি সৌদি আরবের দুই প্রতিবেশী বাহরাইনের এবং সংযুক্ত আরব আমিরাত সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি সাংবাদিক মক্কার আরাফাত পর্বত পরিদর্শন করেন। তামারী ইহুদির বাচ্চা বলে, সে জানে যা করেছে তা বেআইনি। কিন্তু সে ‘মুসলিম ভাই ও বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা’ প্রদর্শন করতে চেয়েছিল মাত্র।
তামারির যুক্তি এবং পরবর্তী সময়ে ক্ষমা চাওয়াও সৌদি সোশ্যাল মিডিয়ার ক্ষুব্ধ প্রতিক্রিয়া শান্ত করতে তেমন সফল হয়নি।
ইসরায়েল দেশটির সাংবাদিকের এই কাজকে সমর্থন জানাতে চায়নি। বুধবার একজন ইসরায়েলি মন্ত্রী তামারির প্রতিবেদনকে ‘নির্বোধের কাজ এবং ইসরায়েল-উপসাগরীয় সম্পর্কের জন্য ক্ষতিকর’ বলে অভিহিত করেন। সরকারি চ্যানেল কানকে ইসরায়েলের আঞ্চলিক সহযোগিতা মন্ত্রী ইসাউই ফ্রেইজ বলেন,‘আমি দুঃখিত (তবে) এটা করা এবং এ নিয়ে গর্ব করা ছিল বোকামি।’