সাম্প্রতিক শিরোনাম

যুদ্ধটা মানুষের, এখানে মানবিকতাই জয়ী হবে: সেব্রিনা ফ্লোরা

করোনা ভাইরাস এখন আর কোনো একটি দেশ জাতির সমস্যা নয়, এটি এখন বৈশ্বিক সমস্যা। ইতিমধ্যে ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি ভাইরাসটি। সারাবিশ্বে আক্রান্ত হয়েছে ১৬ লাখেরও বেশি মানুষ, আর মুত্যৃ হয়েছে প্রায় ৯৭ হাজার। বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় আমাদের করণীয় সম্পর্কে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।তাঁর একান্ত আলাপে উঠে এসেছে গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিক নির্দেশনা।

প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, এই অবস্থায় আমাদের করণীয় কী?

করোনার ভয়াবহতা কতটা সেটা ইতালি, যুক্তরাষ্ট্র, স্পেন ও ফ্রান্সের চিত্রটা দেখলে স্পষ্ট হবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে সেটা গোটা বিশ্বকে চিন্তিত করছে। আমরাও এর বাইরে নই। করোনায় সরকারের চেয়ে বেশি কাজ করছে জনগণ। কিন্তু আমাদের মানুষকে ঘরে রাখা যাচ্ছে না। আমি বলবো, নিজের জন্য হলেও ঘরে থাকুন।
আমাদের দেশেও আক্রান্তের সংখ্যা খুব দ্রুত বাড়ছে। এটিকে কীভাবে দেখছেন? কোভিড-১৯ ভাইরাসটি খুব দ্রুত সংক্রমিত হয়। হয়তো যুক্তরাষ্ট্র, ইতালি বা ফ্রান্সের মতো অনেক বেশি নয়, তাই বলে আমরা হালকাভাবে নেবো না। ইতিমধ্যে সরকার বিভিন্ন জেলা ও অঞ্চল লকডাউন করেছে। সরকারি বেসরকারি ছুটিও বাড়িয়েছে ২৫ এপ্রিল পর্যন্ত। এখন পর্যন্ত আমরা প্যানিক্ড হতে চাই না।

সাধারণ মানুষকে এখনও ঘরে ফেরানো যাচ্ছে না। এতে তো বড় ক্ষতির আশঙ্কা থাকে! যেসব দেশের জনগণ বিষয়টাকে গুরুত্ব দেয়নি, তাদের ভুগতে হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী চাইছেন একজনও নতুন করে আক্রান্ত না হোক। কিন্তু আমরা যদি নিজেরা এই মহামারিকে হালকাভাবে নিই, সেটার ফলও ভাল হবে না। তবে আমি এটা মনে করি এই ভুল আমাদের দেশের মানুষ করবে না।

অভিযোগ উঠছে, সাধারণ ঠাণ্ডা-জ্বর-সর্দির চিকিৎসা পাচ্ছেন না মানুষ। এতটা কতটা ঠিক? এই অভিযোগটা পুরোপুরি সত্য নয়, সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত। আর চিকিৎসকরা তো তাদের বাইরের কেউ নন। তবে ইতিমধ্যে ৭০টিরও বেশি বেসরকারি হাসপাতাল ও বিশ হাজারে বেশি চিকিৎসাসেবী এই দুর্যোগে প্রতিশ্রুত হয়েছে, তারা করোনার চিকিৎসা দেবেন। আর এই যুদ্ধটা মানুষের। এখানে মানবিকতাই জিতবে।

আমাদের প্রস্তুতি কি যথাযথ আছে বলে মনে করেন? একটা অজ্ঞাত ভাইরাসের সঙ্গে লড়াই করা খুব কঠিন। এটা যদি বলা মাত্র হয়ে যেত তাহলে যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশকে ভুগতে হতো না। আমাদের দেশে চিকিৎসকের সংখ্যা বেশি নয়। তার ওপর পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশগুলোর একটি। সে হিসেবে আমাদের প্রস্তুতি খুব খারাপ নয়।

ইউরোপ-আমেরিকা যেভাবে ধুকছে, সেই চিত্র দেখলে আমাদের শঙ্কা বেড়ে যায়… ইউরোপ-আমেরিকায় অর্থনৈতিক অবস্থা আমাদের চেয়ে অনেক শক্তিশালী। চিকিৎসা ব্যবস্থাও উন্নত। সবই আছে তারপরও তারা পেরে উঠছে না। এটা নির্ভর করে কিভাবে সংক্রমণ রোধ করেছে। আমরা করোনার সংক্রমণ রোধ করতে চাই। ভাইরাসের সংক্রমণ রোধ করতে পারলে এই যুদ্ধে জয়ী হওয়া কঠিন হবে না। আর এই যুদ্ধটা ব্যক্তির নিজের সঙ্গে নিজের যুদ্ধ।

তাহলে করোনার সঙ্গে যুদ্ধটা সবাইকে এককভাবে করতে হচ্ছে? হ্যাঁ। এই মুহূর্তে আমাদের একমাত্র করণীয় অন্তত নিজেকে নিরাপদে রাখা। নিজের মাধ্যমে অন্য কাউকে কিংবা অন্য কারো থেকে নিজে সংক্রমিত না হওয়া। বাকি কাজটা চিকিৎসকরা করবেন।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...