করোনাভাইরাস আতঙ্কের মধ্যে মুখে মাস্ক পরেই সংঘর্ষে জড়িয়েছে মাগুরার পাঁচটি গ্রামের মানুষ। শনিবার (১১ এপ্রিল) সকালে গ্রাম্য বিরোধের জেরে সংঘর্ষের এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন। এদের মধ্যে ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, গ্রাম্য বিরোধের জেরে আজ সকালে জেলার রাঘবদাইড়, বাহরবাগ, রায়নগর, শতখালী এবং জগদল গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এর মধ্যে আহত ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। ওসি আরও জানান, গ্রামের লোকজন মাস্ক পরেই মারামারি করেছে এবং হাসপাতালে এসেও তারা মাস্ক পরতে ভোলেননি।
মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক পরিক্ষিত বালা জানান, সকালে বিভিন্ন এলাকা থেকেআহত অনেক ব্যক্তি হাসপাতালে এসেছেন।