রবিবার (১২ এপ্রিল, ২০২০) দিনব্যাপী দায়িত্বপূর্ণ এলাকায় করোনা প্রতিরোধে সচেতনতামূলক বিশেষ অভিযান চালায় র্যাব – ১২ এর কুষ্টিয়া, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জের পৃথক পৃথক আভিযানিক দল।
অভিযানে, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ১০ টাকা কেজি দরের ওএমএস এর চাল বিতরণে অনিয়ম, সংক্রামক ব্যাধির বিস্তার রোধে অবজ্ঞা, সরকারী নির্দেশ অমান্য করে অপ্রয়োজনে রাস্তায় একত্রে চলাফেরা ও দোকান খোলা রাখার অপরাধে মোট ২৬ ব্যক্তিকে আটক করা হয়। পরে, আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ডে দণ্ডিত করেন।
করোনা ভাইরাস মোকাবেলায় র্যাব-১২ এর বিশেষ অভিযান অব্যাহত থাকবে।