মহামারী করোনা পরিস্হিতে মালদ্বীপ আটকে পড়া প্রবাসী বাংলাদেশীদের জন্য খাদ্য এবং ওষুধ সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। তবে এই খাদ্য সামগ্রীর নির্দিষ্ট একটি অংশ চাইলে মালদ্বীপ সরকার তাদের প্রয়োজনে ব্যবহার করতে পারবে।
করোনা পরিস্হিতির কারণে মালদ্বীপ থেকে বাংলাদেশীদের সরিয়ে আনতে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের কাছে অনুরোধ করে। তাছাড়া যারা নিবন্ধিত বাংলাদেশী মালদ্বীপে রয়েছে শুধু তাদেরকেই সহায়তা করছে মালদ্বীপ সরকার। কিন্তু যারা বিভিন্ন কারণে নিবন্ধিত হতে পারেননি তাদের কোন রকম সহায়তা তারা করছেনা। অনিবন্ধিত প্রবাসীদের সংখ্যা ৩০ হাজারেরও বেশী বলে ধারণা করা হচ্ছে।
এ অবস্হায় বাংলাদেশ ও মালদ্বীপ উভয়ে চাপে রয়েছে। যেহেতু করোনা মহামারীর কারণে বাইরে থেকে বাণিজ্যিক এয়াররলাইন চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ ফলস্বরুপ কোন প্রবাসী দেশে ঢুকতে পারছেননা। তাই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ হতে মালদ্বীপ সরকারকে মানবিক দৃষ্টিকোণ থেকে আটকেপড়া বাংলাদেশী সব প্রবাসীদের সাহায্য করার অনুরোধ জানানো হয়েছে।
এক্ষেত্রে বাংলাদেশ সরকার প্রয়োজনে বাংলাদেশ থেকে তাদের জন্য খাদ্যসামগ্রী ও ওষুধ পাঠানোর ব্যবস্থা করবে কয়েকদিনের মধ্যেই।