গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষদের জন্য সবজির দোকান ফ্রি করে দিলেন ছাত্রলীগ নেতা বিপ্লব মণ্ডল সবুজ।
সোমবার (১৩ এপ্রিল) উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এই সবজির দোকান ফ্রি করে দেন তিনি। এসময় প্রায় ২ শতাধিক কর্মহীন শ্রমজীবী মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে ১ কেজি টমেটো, ১ কেজি বেগুন, ১ কেজি ঢেঁড়স, ১ কেজি করলা ও ১ কেজি করে কুমড়া নিয়ে নেন।
কোটালীপাড়া উপজেলার তাড়াশী গ্রামের আলেয়া বেগম বলেন, ছাত্রলীগ নেতা বিপ্লব মন্ডল সবুজ প্রথমে আমাদের চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজসহ খাদ্য সামগ্রী দিয়েছে। এখন সবজিও দিচ্ছে। এতে আমরা উপকৃত হচ্ছি। তার মতো আরও লোকজন এভাবে এগিয়ে আসলে আমাদের দুঃখ-কষ্ট লাঘব হবে।
বিপ্লব মণ্ডল সবুজ বলেন, করোনাভাইরাসের কারণে বর্তমানে শ্রমজীবী মানুষদের কোন কাজ-কর্ম নেই। তারা বেকার হয়ে পড়েছে। তাদের সংসার চালাতে কষ্ট হচ্ছে। তাই এসব মানুষদের কথা চিন্তা করে আমি আমার সাধ্যমতো সহযোগিতা করে যাচ্ছি। এ উপজেলায় যারা বিত্তশালী আছেন আমি তাদেরকে কর্মহীন শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়াবার জন্য অনুরোধ করছি।