দেবব্রত দেবু, মাগুরাঃ নবগঙ্গা..একটি সামাজিক সংগঠন। অবস্থান মাগুরা জেলার শালিখা উপজেলার গঙ্গারামপুর গ্রামে। তারুণ্য নির্ভর সংগঠনটি চীনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই গ্রামের মানুষকে সচেতন করতে শুরু করে। নবগঙ্গা একটি তারুন্যনির্ভর সমাজসেবামূলক প্রতিষ্ঠান। সংগঠনটির পথচলা শুরু করেছে এ বছরের শুরুতে, প্রতিষ্ঠাতা পাপ্পুরাহা সহ বেশ কিছু তরুণ । সমাজের মানুষের সেবাদানের উদ্যেশ্যে গঠিত সংগঠনটি প্রাথমিক পর্যায়ে গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মুলক লিফলেট বিতরন করে।
এছাড়াও গ্রামের প্রতিটি বাড়িতে সাবান বিতরণ করে। এরপর জীবাণু নাশক স্প্রে, মাস্ক বিতরন, পাড়ায় পাড়ায় গিয়ে মাইকে সচেতনতার জন্য মানুষের মাঝে প্রচার। সামাজিক দুরত্ব বজায় রাখতে সবার প্রতি আহবান, হোম কোয়ারেন্টিন নিশ্চিতে নিজেদের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহায়তায় কাজ করে চলেছে । মানবিক এ কাজের জন্য নবগঙ্গার সদস্যগন ব্যয় করেছে পনের হাজার টাকা। এছাড়াও সরকারি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ের মানুষ গ্রামে খাদ্য সামগ্রী প্রদান করলে সার্বিক সহায়তা করছে এই তরুনেরা। সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য পাপ্পু রাহা জানান, তাদেরকে সার্বিক সহযোগিতা করছেন এই গ্রামেরই সন্তান তরফদার মাকসুদার রহমান (ডলার)।
সংগঠনের স্বেচ্ছাসেবকদের সাথে থেকে গ্রামকে সেভ রাখার জন্য নিরলস পরিশ্রম করছেন তিনি। তার নির্দেশ মতই কাজ করছে নবগংগার সদস্যগন। এ বিষয়ে গ্রাম বাসী জানায় লকডাউনে যে কোনো প্রয়োজনে আমরা পাশে পাচ্ছি এই তরুণদের, যা আমাদের জন্য স্বস্তির। তারা যেভাবে পরিকল্পনা মাফিক কাজ করছে গ্রামে, যা করোনা প্রতিরোধে মডেল হতে প্রতিটি গ্রামের জন্য।