২২৯ বস্তা চাল সহ পাবনার ঢালারচর ইউপি চেয়ারম্যান এবং ঢালারচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কোরবান আলী সরদারকে আটক করেছে র্যাব।
গতকাল সোমবার রাত ১০টার দিকে বেড়া উপজেলার বাধেরহাট বাজার থেকে র্যাব চালসহ তাকে আটক করে। র্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার আমিনুল কবীর তরফদার এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন ।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল জানতে পারে বেড়া উপজেলার ঢালারচর ইউপি চেয়ারম্যান কোরবান আলী সরদার বিক্রির উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ ভবনে ত্রাণের চাল না রেখে রূপপুর ইউনিয়নের বাধেরহাট বাজারে নিজস্ব অফিসের গুদাম ঘরে রেখেছে।
সোমবার রাত ১০টার দিকে কালোবাজারে বিক্রির সময় র্যাব হাতে নাতে চেয়ারম্যানকে আটক করে এবং চাল উদ্ধার করে। এ রির্পোট লেখা পর্যন্ত র্যাব বাধেরহাটের ঐ অফিসে তল্লাশী চালাচ্ছে।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, র্যাব এই অভিযান পরিচালনা করেছেন। এর চেয়ে বেশী তথ্য তার কাছে নেই। অভিযোগের ভিত্তিতে পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।