ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিন মাইজপাড়া উনিয়নের ঘিলাগড়া গ্রামে আয়েশা খাতুন (৩০) নামে ৫ সন্তানের জননীর আত্মহত্যা করেছে। স্থানীয় সুত্রে জানা গেছে আজ সোমবার সকাল ০৭ ঘটিকার সময় ৫ সন্তানের জননী এবং ০৪ মাসের গর্ভবতী আয়েশা খাতুন (৩০) নামের এই মহিলা নিজের মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এমন একটি চিরকুট লিখে রেখে বাড়ির বাথরুমে রশি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। তার স্বামীর নাম মাওলানা ওমর ফারুক (৩২), সে শেরপুর জেলায় কওমী মাদ্রাসায় শিক্ষকতা করে।
আয়েশা খাতুনের ৫ বাচ্চার মধ্যে বড় সন্তানের বয়স ১২ বছর, কোলের বাচ্চার বয়স ৫ মাস এবং গর্ভের সন্তানের বয়স ৪ মাস। তার মরদেহ টয়লেট থেকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে ধোবাউড়া থানার ওসি তদন্ত মোঃ চাঁদ মিয়া জানান খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে, ময়না তদন্তের জন্য ময়মনসিংহ পাঠানো হবে।
চিরকুটে যা লেখা ছিল প্রিয়, মা, বাবা, ভাই, বোন আমার পাঁচটা ছোট ছোট বাচ্চার রান্না, ধোয়া গোছানো, খাওয়ানো, পড়ানো তার পাশাপাশি অনেক টাকা ঋণের টেনসনে আমি আধা-মরা, তার মধ্যে তার মধ্য দিয়ে আবার ৬ নাম্বার বাচ্চার টেনশনে আমি আত্মহত্যা বেছে নিলাম। এর জন্য দায়ী কেহ নয় । সবার কাছে দোয়া চাই । আল্লাহ হাফেজ।