ভোলা প্রতিনিধি: সামাজিক দূরত্ব বজায় রেখে ভোলার বোরহানউদ্দিনে খরিফ/১, ২০২০-২০২১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনার অাওতায় বিনামূল্যে রাসায়নিক সার ও অাউশ ধানের বীজ বিতরণ করা হয়েছে। অাজ সকালে বোরহানউদ্দিন উপজেলা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ রাসায়নিক সার ও অাউশ বীজ বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন ভোলা-২ অাসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জনাব অালী অাজম মুকুল এমপি।
উক্ত কর্মসূচীর অাওতায় ১৭শত কৃষক কে প্রতি ৩৩ শতাংশ জমির জন্য একজন কৃষক কে ডিএফপি ২০ কেজি, এমওপি ১০ কেজি ও উপশি অাউশ ধানের ৫ কেজি করে বীজ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরলাল মধু, উক্ত কর্মসূচীর সভাপতি বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো : বশির গাজী প্রমুখ।