বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকা দরিদ্র কর্মহীন শ্রমজীবী ১৭শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় ভোলার বোরহানউদ্দিন পক্ষীয়া ইউনিয়ন ও বড় মানিকা ইউনিয়নে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। বুধবার সকাল থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৯টি ওয়ার্ড এবং বড় মানিকা ইউনিয়ন পরিষদের ওয়ার্ডগুলোর পরিবারের মধ্যে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজী, পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: নাগর হাওলাদার, ট্যাগ অফিসার আমজাদ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর বাচ্চু এবং আরেকটি ইউনিয়নে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও বড় মানিকা ইউনিয়নের চেয়ারম্যান জনাব জসিমউদ্দিন হায়দার, উপজেলা যুব উন্নয়ন কর্মকতা ট্যাগ অফিসার মো:মিজানুর রহমান প্রমুখ
এসময় ইউনিয়ন চেয়ারম্যান নাগর হাওলাদার জানায়, করোনাভাইরাসের কারণে সারা দেশে শহর ও গ্রামে কর্মজীবী মানুষ কর্মহীন অবস্থায় আছে। এসব মানুষের তালিকা করে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এই খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি।