পাবনার ঈশ্বরদীর ঢুলটিতে আজ সকালে ত্রানের দাবিতে রাস্তা অবরোধ করে হত দরিদ্র ও কর্মহীন হয়ে পড়া মানুষ।
করোনার কারনে কর্মহীন হয়ে পড়া ঈশ্বরদীর মুলাডুলির ঢুলটি, বহরপুর, দেবীপুর, বেদুনদিয়া ও কান্দিপাড়ার শত শত নারী ও পুরুষ সামাজিক দূরত্ব পায়ে ঠেলে ঈশ্বরদী পাবনা মহাসড়ক সকাল ৬টা থেকে অবরোধ করে রাখে।
তাদের উদ্দেশ্য সেনাবাহিনীর গাড়ি আসলেই তাদের সাথে কথা বলে মানবিক খাদ্য সহায়তা প্রদানের জন্য আকুতি জানানো ।
শেষ পর্যন্ত সকাল ৯টার দিকে সেনাবাহিনীর ৫/৭টা গাড়ি ঈশ্বরদী থেকে দাশুড়িয়া যাওয়ার পথে লোকজন তাদের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে।
গাড়িতে বসা সেনাবাহিনীর সদস্যরা অবরোধকারীদের দাবীর মুখে আশ্বস্ত করে বলেন,আপনারা একটু ধৈর্য্য ধরেন চেয়ারম্যান, মেম্বরদের আশায় না,থেকে আমরা,নিজেরাই আপনাদের খাদ্য সহায়তা পৌঁছে দেব। তাদের, কথায় আশ্বস্থ হয়ে, সকাল ৯টা ১৫ মিনিটে তারা অবরোধ প্রত্যাহার করে বাড়ি ফিরে যায়।