দেবব্রত দেবু, মাগুরাঃ মাগুরায় করোনায় ক্ষতিগ্রস্থদের মধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রান সহায়তা দেয়া হয়েছে । সোমবার রাতে ও মঙ্গলবার সকালে জেলার সদর উপজেলা ও শালিখা উপজেলার বিভিন্ন গ্রামে সেনাপ্রধানের পাঠানো ত্রানসামগ্রীবিতরণ করে ২ ফিল্ড রেজিমেন্টরী ও ১২ ফিল্ড রেজিমেন্টরীর অফিসার ও সৈনিকেরা।
রাতে সেনা প্রধানের পক্ষে পাঠানো চাল,ডাল, আটা,তেল,লবনসহ নিত্য প্রয়োজনীয় খাবার ২ফিল্ড রেজি আর্টির সদস্যবৃন্দ পৌছে দেয় সদর উপজেলার বিভিন্ন গ্রামে । এ সময় ত্রান বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন ২ ফিল্ড রেজিঃ আর্টিঃ এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আতিফ সিদ্দিকী, অধিনায়ক, ২ফিল্ড রেজিঃ আর্টিঃ যশোর ক্যান্টনমেন্ট।
অপরদিকে একইভাবে সকালে ১২ ফিল্ড রেজিমেন্টরীর অধিনায়ক লেঃ কর্ণেল মাইনুল ইসলাম পিএসসিজি এ নেতৃত্বে সেনা সদস্যবৃন্দ সবাইকে ঘরে থাকার আহবান জানিয়ে জেলার শালিখা উপজেলার কয়েকটি গ্রামে বাড়ি বাড়িতে ত্রান সহায়তা পৌছে দেন। করোনা ক্ষতিগ্রস্থদের জন্য এ ধারা অব্যহত থাকবে বলে জানান তারা।