বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে আর্থিক সংকটে পড়া দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের জন্য খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে এসেছে পুলিশ।
পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে জেলার ৬০ জন দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এসব দৃষ্টি প্রতিবন্ধী মানুষের গড়া একটি সংগঠনের তথ্য ও পুলিশের নিজস্ব খোঁজ খবরের মাধ্যমে স্বাভাবিক সময়েও কাজ করতে অক্ষম এমন দৃষ্টি প্রতিবন্ধীদের তালিকা তৈরি করা হয়। এরপর পুলিশের গাড়িতে করে তাদের স্থানীয় পৌরসভা মাঠে এনে প্রত্যকের হাতে খাবার সামগ্রী প্রদান করে পুলিশ। সাহায্যটি যাতে দৃষ্টি প্রতিবন্ধী মানুষটি-ই পান-সেটি নিশ্চিত করতেই পুলিশের এমন উদ্যোগ।
পুলিশের পক্ষ থেকে ত্রাণ দেওয়ার পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধী এইসব মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধের বিষয়ে সচেতন করা হয়। দুর্দিনে এমন ত্রাণ সহায়তা পেয়ে বাংলাদেশ পুলিশকে তারা আন্তরিক ধন্যবাদ জানান ও পুলিশের জন্য দোয়া করেন।
এরপর পুলিশের দেওয়া এসব খাদ্য সামগ্রীসহ দৃষ্টি প্রতিবন্ধী মানুষগুলোকে নিজ নিজ বাসায় পৌঁছে দিতেও সহযোগিতা করে পুলিশ।
সর্বদাই মানুষের পাশে, বাংলাদেশ পুলিশ।