কি‌শোরগ‌ঞ্জ জেলাতে অা‌রো ১১ জ‌ন ক‌রোনা আক্রান্ত সনাক্ত।

কিশোরগঞ্জ ক‌রোনার সর্বশেষ তথ্য অনুযায়ী (১৬ এ‌প্রিল ২০২০) জেলাতে অা‌রো ১১ জ‌ন ক‌রোনা অাক্রান্ত সনাক্ত। গত ১৪ এ‌প্রিল ঢাকায় পাঠা‌নো ২৪ জ‌নের নমুনা পরীক্ষা ক‌রে ১১ জ‌নের প‌জে‌টিভ পাওয়া যায়।


অাক্রান্ত‌দের ম‌ধ্যে ভৈর‌বে ২ জন, তাড়াই‌লে ২ জন, পাকু‌ন্দিয়ায় ১ জন, ক‌টিয়াদী‌তে ১ জন, কু‌লিয়ারচ‌রে ২ জন ও ইটনায় ৩ জন র‌য়ে‌ছেন। এ নি‌য়ে জেলায় মোট অাক্রা‌ন্তের সংখ্যা দাড়া‌লো ৩৪ জ‌নে। তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন কি‌শোরগ‌ঞ্জের সি‌ভিল সার্জন ডা: মো: মু‌জিবুর রহমান। আল্লাহ আমাদেরকে এই করোনা মহামারী থেকে হেফাজত করুন,, আমিন