চট্টগ্রামের বিআইটিডিআইতে লক্ষ্মীপুরের ৭৯ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে রয়েছে – রামগঞ্জে ১৩ জন, কমলনগরে ৩ জন ও সদর উপজেলায় ১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা এখন ১৯ জন । এর আগে ঢাকাফেরত রামগঞ্জের এক ট্রাকচালক ও নারায়ণগঞ্জ থেকে রামগতিতে তাবলিগফেরত এক বৃদ্ধের শরীরে করোনা শনাক্ত হয়।
রামগঞ্জের ওই ট্রাকচালক থেকে লক্ষ্মীপুরে করোনাভাইরাস ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে জেলা সিভিল সার্জন আবদুল গাফফার ১৯ জন আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন।
এর আগে ১৩ এপ্রিল সকাল ৬ টা থেকে লক্ষ্মীপুরে অনির্দিষ্ট কালের জন্য লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসন। কিন্তু লক্ষ্মীপুরের হাট-বাজারগুলোতে এখনও ভিড় লেগেই আছে। এরমধ্যে করোনাভাইরাসের ডেঞ্জারজোন ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গত দুই সপ্তাহে শতাধিক মানুষ লক্ষ্মীপুরে এসেছে।