চট্টগ্রামে গতকাল করোনা শনাক্ত হওয়া সরাই পাড়া এলাকার ৬৫ বছর বয়স্ক ওই রোগীর মৃত্যু হয়েছে। আজ ১৭ এপ্রিল শুক্রবার সকালে ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
বিআইটিআইডির পরিচালক ডা. এম এ হাসান সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই ব্যক্তি নগরীর ১১ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। গত ১৩ এপ্রিল থেকে বিআইটিআইডি হাসপাতালের আইসোলেশনে ভর্তি ছিলেন। ১৪ এপ্রিল তাঁর শরীরের নমুনা নেয়া হয়।
নমুনা পরীক্ষায় বৃহস্পতিবার তাঁর শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়। এ নিয়ে করোনা আক্রান্ত ৫ জনের মৃত্যু দেখলো চট্টগ্রাম। আর করোনায় আক্রান্ত মোট শনাক্তের সংখ্যা ৩৩ জন।