হরিরামপুরে ৬’শ পরিবারের মাঝে দেওেয়া হয়েছে খাদ্য সহায়তা

ইমতিয়াজ আহমেদ নিরব, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি।

মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় ৬ শত পরিবারের মাঝে খাদ‍্য সহায়তা করা হয়েছে।

শুক্রবার সকালে মানিকগঞ্জ -২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম নিজ অর্থায়নে হরিরামপুর উপজেলার ১৩ টি ইউনিয়নে এ খাদ‍্য সহায়তা দেন।

এ সময় ৫ কেজি চাল, ৫ কেজি আলু ও ১ কেজি ডাল বিতরণ করা হয় এই ৬ শত পরিবারের মাঝে।

এসময় জেলা আওয়ামীলীগ এর তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাজী মো: ইউসুফ আলী, হরিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রউফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান’সহ আরো বিভিন্ন ইউনিটের নেতা কর্মিরা এসব খাদ‍্য বিতরণে সহায়তা করেন।