নিষ্ঠুর ঘাতক : আবু নাঈম

সমগ্র বিশ্ব কেমন যেন থমকে গেছে সব কিছু এলোমেলো,
যখনি বিশ্ব উন্নতি উন্নততর তখনি এল ঘাতক করোনা মহামারি সর্বময় তচনচ করে দিলো।

মৃত্যুর মিছিল আর মিছিল সে যেন থামছেনা
শুনেনি শুনছেনা তার গতিতে সে চলমান
কত লক্ষ কেড়ে নিয়েছে তাজা প্রাণ
মানেনা কারো মানা।

কারো হারালো মা যিনি দিয়েছেন জন্ম সুন্দর পৃথিবীতে
কেহ হারালো বাবা স্নেহের আদলে রাখতেন যিনি আনন্দেতে।।

কারো কারো স্বজন হারা করছে আত্ননাদ শুনা যাচ্ছেনা?
সবার মন কেমন জানি পাথর হয়ে গেল সর্বহারা মৃত্যুর মিছিলে সময়ে মনে হয় আমি আছি ডাকছে ঘাতক করোনাে।

করোনার ভয় ঘর বন্দি সারা বিশ্ব আতংকে
ডাক্তার মন্ত্রী গুনী জ্ঞানী কারো মিলছেনা ছাড় করোনার হাত থেকে বাচাবে মালিক কে?

করোনা হতে মহা করোনা পেটের ক্ষুদা নিবারন
কত রাজ্য দেশে অনাহারে মিসকিন ফরিয়াদ আর যে পারিনা আহারের জ্বালা খুশি হব ওগো রব যদি হয় মরন।

মুখে কত বাহাদুরী যাবনা ওগো তোমায় ছাড়ি যদি হয় বিশ্ব কম্পমান,
কই কোথায় গেল তোমার বাহুদুরীর দেয়া কথা আপনজন,
যখনি শুনেছো তার করোনা হয়েছে তখনি দুর দুর আমি বাচতে চাই দুর করো তারে করোনা রোগী সংক্রমণ ।

পৃথিবীতে কেও কারো নই আপন সবি স্বার্থের ভালোবাসার বৃন্দাবন,
বিপদে কেও কাওকে চিনেনা করোনায় তার প্রমানে চয়ন।

না জানি করোনা তুমি কখন থামবে পারছেনা ভব সয্য সীমা ছাড়িয়ে গেছে,
হে সৃষ্টির স্রষ্টা তুমি তো সর্ব শক্তিমান দাও তোমার সে আর্শীবাদ রক্ষা পাবে বিশ্ব নিমেষে।