ইমতিয়াজ আহমেদ, মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৬ টা থেকে লকডাউন কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওেয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে বলে জানান, জেলা প্রশাসক ও করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি। বিকেল ৩ টায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানান তারা।
তবে এ লকডাউনের আওতামুক্ত থাকবে – বিদ্যুৎ,
পানি, গ্যাস, ফায়ার সার্বিস, ইন্টারনেট, টেলিফোন ও পরিচ্ছন্নতা কার্যক্রম এবং এতদ্ব সংশ্লিষ্ট কাজে নিয়যিত কর্মি ও যানবাহন ” – চিকিৎসায় নিয়যিত কর্মি ও যানবাহন, প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কাজে নিয়জিত কর্মি ও যানবাহন, কৃষি কাজে নিয়জিত কর্মি ও যানবাহন,
মৎস ও প্রানী সম্পদ খাতে উৎপাদন, প্রেস ও ইলেক্ট্রনিক
মিডিয়ার যানবাহন ও কর্মি সহ অন্যান্য প্রয়োজনীয় কাজে নিয়োজিত কর্মি ও যানবাহন। তবে সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোনো কাজেই বাড়ি থেকে বের হওয়া যাবে না।