শ্রমিক সংকট ও আগাম বন্যার শঙ্কা নিয়েই চলতি বোরো মৌসুমে ধান কাটার কাজ শুরু হয়েছে হাওড়ে। প্রতিবছর এ সময়ে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার শ্রমিক হাওড় এলাকায় ধান কাটতে এলেও এবার করোনা আতঙ্কের কারণে শ্রমিক কম আসছেন। ফলে ধানকাটা নিয়ে অনিশ্চিয়তায় পড়েছেন কৃষক।
এদিকে, শ্রমিকদের রাতে থাকার ব্যবস্থা করে দিতে হাওড় অঞ্চলের সব সরকারি বিদ্যালয় খুলে দেয়া হচ্ছে। ধান কাটার কাজে নিয়োজিত শ্রমিকরা দিনভর কাজ করে রাতে যাতে বিদ্যালয়ে ঘুমাতে পারেন, সেজন্য সকল জেলার হাওরের বিদ্যালয়গুলো খুলে দিতে নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (১৯ এপ্রিল) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, ধান কাটা কৃষকদের হাওর অঞ্চলের সরকারি বিদ্যালয়ে থাকার ব্যবস্থা করতে হবে। এজন্য এসব অঞ্চলের বিদ্যালয়গুলোতে তালা দেয়া থাকলে তা খুলে দিতে হবে। বিষয়টি প্রাথমিক জেলা শিক্ষা কর্মকর্তা ও থানা কর্মকর্তাদের মনিটরিং করতে বলা হয়েছে।