“পাকিস্তান কারাগার থেকে ছাড়া পাওয়ার পর লান্ডানে শেখ মুজিবকে যখন জিগ্যেস করা হলো যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহতের সংখ্যা কতো? তিনি বলেছিলেন ৩ লক্ষ, যখন ইংরেজ সাংবাদিক বুঝতে না পেরে আবার জিগ্যেস করলেন- Did you mean 3 millions (অর্থাৎ ৩০ লক্ষ)? শেখ মুজিব উত্তর দিলেন-Yes yes 3 millions! আসলে শেখ মুজিব মূর্খের মতো বাঙলা লক্ষ আর ইংরেজী মিলিয়নকে গুলিয়ে ফেলেছিলেন!”
গত কিছুদিন ধরে এধরণের কিছু প্রচারণা বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে চোখে পড়েছে। পাকিস্তান কারাগার থেকে মুক্তির পর লান্ডানে ডেভিড ফ্রস্টের সাথে বঙ্গবন্ধুর সাক্ষাৎকারটা আন্তর্জালে সুলভ, আবার পুরোটুকু দেখলাম শেখ মুজিবের ইংরেজী বাঙলাদেশের এযাবতকালের যেকোন রাষ্ট্রপ্রধানের থেকে ভালো। চমৎকার ইংরেজীতে তিনি পরিষ্কার করে বলেছেন 3 millions, এরপর ৭২ সালের আরো কিছু বক্তৃতা/সাক্ষাৎকার দেখলাম, সবখানেই বঙ্গবন্ধু ৩০ লক্ষ নাহয় 3 millions ই বলেছেন, কোনখানে একটি বারের জন্যও ৩ লক্ষ বলেননি, তাহলে এই বিতর্কের সূত্রপাত কোথায়?
ঘাঁটতে গিয়ে জানা গ্যালো ২০১১ সালের ২৪শে মেতে ইংরেজ পত্রিকা দ্য গার্ডিয়ানে একটা লেখা বের হয়- “Mujib’s confusion on Bangladeshi deaths.” লেখক জনাব এএনএম সিরাজুর রহমান, বাঙালী বংশভূত ব্রিটিশ সাংবাদিক ও বিবিসি বাঙলার অবসরপ্রাপ্ত উপপ্রধান।
প্রবন্ধটির ভিতরে যাবার আগে লেখকের প্রেক্ষাপট বলা জরুরী, ছাত্রজীবনে তিনি খুবই মেধাবী ছিলেন, তাঁর লেখা নিয়মিত দৈনিক আযাদে ছাপা হতো, যা ছিলো মূলতঃ মুসলিম লীগের একটি মুখপাত্র। বাবা ছিলেন আলিয়া মাদ্রাসার শিক্ষক ও একজন মাওলানা, সন্দেহ নাই পড়ালেখার একটা আবহ ওনার পরিবারেই বর্তমান ছিলো।
আসলে কি লিখেছিলেন সিরাজুর রহমান? প্রবন্ধটির কোথাও তিনি একথা দাবী করেননি যে শেখ মুজিব মৃতের সংখ্যা ৩ লক্ষ উল্লেখ করেছেন। বরং তার বক্তব্য এই যে তিনি (সিরাজুর রহমান) শেখ মুজিবকে বলেছিলেন যে বাঙলাদেশে মৃতের সংখ্যা ৩ লক্ষ, কিন্তু মুজিব ডেভিড ফ্রস্টের সাক্ষাৎকারে গিয়ে বলেছেন 3 Millions. তাঁর ভাষায় শেখ মুজিব লক্ষ আর মিলিয়নকে এক ভেবেছেন।
আমার প্রশ্ন মাত্র দুটোঃ-
প্রথমতঃ তিনি কিসের ভিত্তিতে নিশ্চিত হলেন যে তার দেওয়া তথ্য ব্যাতিত শেখ মুজিবের আর কোন পন্থা বা উৎস ছিলো না তাঁর প্রানপ্রিয় জন্মভূমি এবং মানুষের খোঁজ নেবার? তিনি কি শেখ মুজিবকে অনেকটা হালকা ভাবে দেখছেন না?
দ্বিতীয়তঃ যুদ্ধের পুরো সময়টা সিরাজুর রহমান বিবিসির সাংবাদিক হিসেবে লান্ডানে অবস্থান করছিলেন, কোন সৃত্রের ভিত্তিতে তিনি এই দাবী করেছেন যে নিহতের সংখ্যা ৩ লক্ষ ছিলো, যেখানে স্বয়ং বিবিসির কাছে এবিষয়ে কোন তথ্যপ্রমাণ অনুপস্থিত?
তিনি তুলা রাশির জাতক ছিলেন না, তাহলে এই দৈব তথ্যের ভিত্তি কি? ক্যাননা বৃটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান ঔ সময়কার একটা প্রবন্ধে তুলে ধরেছিলো যে পূর্ব পাকিস্তানে নিহতের সংখ্যা ৩ মিলিয়ন ছাড়িয়েছে, যা হয়তো শেখ মুজিবরের দেওয়া তথ্যের উৎস হয়ে থাকতে পারে।
দেখুন-
https://www.theguardian.com/world/2011/may/24/mujib-confusion-on-bangladeshi-deaths