ইমতিয়াজ আহমেদ,মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ে শ্রমিক সংকট মোকাবেলায় কৃষকের ধান সহজেই ঘরে তুলতে ক্রয় করা হয়েছে কম্বাইন হারভেস্ট নামে ধান কাটার আধুুনিক মেশিন। যা দিয়ে কৃষকরা সহজেই ধান কাটা, মাড়াইসহ বস্তায় ভরতে পারবেন একসাথে।
প্রতি একর জমির ধান কাটতে ৭ থেকে ৮ লিটার জ্বালানী খরচ হবে। বৃহস্পতিবার স্থানীয় রামনগর আইপিএম কৃষি উন্নয়ন সমিতির সভাপতি মোঃ গফুর মিয়ার হাতে ক্রয়কৃত এ মেশিনের চাবি তুলে দেয় উপজেলা
প্রশাসন।
শিবালয় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি যন্ত্রপাতি সহায়তা কর্মসূচির আওতায় ৫০ শতাংশ ভর্তুকিতে এ মেশিন ক্রয় করা হয়েছে। যার বাজার মূল্য ২৭ লাখ টাকা বলে জানা গেছে।