বাংলাদেশের পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে সাগরে ভাসলেও প্রবেশ করতে চাওয়া প্রায় ৫০০ রোহিঙ্গার কোনো দায় নিবেনা বাংলাদেশ । কোনোক্রমেই তাদের বাংলাদেশে ঢুকতে দেয়া হবেনা- এমনটাই বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ।
এই মুহূর্তে ৫০০ রোহিঙ্গা শরণার্থী দু’টি নৌকায় করে বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে ঘুরছেন । তারা মালয়েশিয়ায় আশ্রয় নিতে চাইলেও সে দেশ তাদেরকে প্রবেশ করতে দেয়নি । ফলে তারা এখন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন । ড. এ কে আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গাদের গ্রহণ করার জন্য বাংলাদেশের কোনো দায়বদ্ধতা নেই ।
তাদের সাহায্যের জন্য অন্য দেশও এগিয়ে আসেনা কেন? এই অঞ্চলে আরও দেশ আছে । মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, ফিলিপিন, তাদের কাছে কেউ রোহিঙ্গাদের নেওয়ার জন্য অনুরোধ করে না । শুধু বাংলাদেশের কাছে করে কেন? তিনি আরও জানান, সাগরে ভাসমান এ রোহিঙ্গারা বাংলাদেশের জলসীমায় নেই । তারা গভীর সমুদ্রে রয়েছেন। এমনি মতামত বিশেষজ্ঞদের।
উল্লেখ্য যে, কয়েক সপ্তাহ আগে চারশ’র বেশি রোহিঙ্গা মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়ে ফিরে আসলে বাংলাদেশ তাদের গ্রহণ করেছে । এখন আর নতুন করে এসব রোহিঙ্গাদের গ্রহণ করতে বাংলাদেশ রাজি নয় ।