কুবি প্রতিনিধি : নিজ গ্রামের প্রায় শতাধিক পরিবারকে ত্রাণসামগ্রী দিয়ে সহায়তা করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ।
গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) কুমিল্লা জেলার লালমাই উপজেলার নিজ গ্রাম বদরপুরে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।
তার দেয়া এসব ত্রাণ সামগ্রীর মাঝে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি তেল, ৩ কেজি আলু, ১.৫ কেজি পেঁয়াজ, ১.৫ কেজি ছোলা, ১.৫ কেজি বুটের ডাল ও আধা কেজি মুড়ি বিতরণ করা হয়।
ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘আমার গ্রামের একটি অসচ্ছল পরিবারও বাদ যায়নি। পকেটে টাকা নেই, পাইকারী দোকান থেকে বাকিতে এই জিনিসগুলো এনেছি। রমজান মাসে আমার নিজের গ্রামের মানুষ না খেয়ে থাকবে তা হতে পারে না। আল্লাহ সুস্থ রাখলে রমজানের পরে দোকানের টাকা গুলো পরিশোধ করে দিবো।’
তিনি আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে নিজ নিজ এলাকায় মানুষের পাশে দাঁড়াতে বলেছেন।সেই নির্দেশ মেনেই তার এই উদ্যোগ।