তাঁতীর পরম যত্নে হাতে বোনা।আকারটা বড়সর।রংটা পাকা। নামটা “ঝালকাঠির গামছা”।স্বকীয়তার জন্য দেশজুড়েই কুটির শিল্পের এ পণ্যটির বিশেষ খ্যাতি রয়েছে।
দেশে চলছে সাধারণ ছুটি। বন্ধ অনেক ব্যবসায়িক কার্যক্রম। এতে বন্ধ হয়ে গেছে ঝালকাঠির বিখ্যাত গামছা তৈরি করা ক্ষুদ্র তাঁতগুলো। ফলে এই শিল্পের সাথে যুক্ত শ্রমজীবী মানুষগুলো আর্থিক অনটনে পড়েছেন। ঘরে খাবার নাই। তাঁত বন্ধ থাকায় হাতে টাকাও নাই। কারও কাছেই চাইতেও পারছিলেন না। হঠাৎ করে সমস্যায় পড়া এসব মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ।
ঝালকাঠি জেলা পুলিশের উদ্যোগে তাঁতী পল্লির ঘরে ঘরে খাদ্য সহায়তা সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এ সময় তাদেরকে করোনা প্রতিরোধে বিভিন্ন বিষয়ে সচেতন করেছে পুলিশ। এ ছাড়াও জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে পুলিশ তাদেরকে অনুরোধ জানায়।
এমন সংকটময় কালে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তাঁত শিল্প সংশ্লিষ্ট এসব ব্যক্তিরা বাংলাদেশ পুলিশকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।