বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে নতুন করে আরও ৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আজ রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, রোববার বিআইটিআইডি ও সিভাসুতে ১০১ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রামের সাতজনের দেহে করোনা ধরা পড়েছে। সাতকানিয়ার মাদার্শার রূপনগরের একই পরিবারের ৬ জন। ৪ জন পুরুষ ২ জন মহিলা।আর একজনের বাড়ি নগরের দামপাড়ায়। এছাড়া লক্ষ্মীপুরে তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
এ নিয়ে চট্টগ্রামে ৫৩ জন করোনার আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।