এমদাদ খান,খাগড়াছড়িঃ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী সাধারণ ছুটি আর লকডাউন চলছে। আর এ পরিস্থিতিতে কর্মহীন হয়ে চরম বিপাকে পড়েছেন পাহাড়ের খেটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠী। কঠিন এ সময়ে রামগড়ের কর্মহীন মানুষের মুখে খাদ্য তুলে দিতে সহায়তা হাত বাড়িয়েছে রামগড়ের বন্দন সমবায় সমিতি।
সোমবার (২৭এপ্রিল) সকাল সাড়ে নয়টায় সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে রামগড় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে (১১০ টি)পরিবারের মাঝে চাউল,ডাল,আলু ,পিয়াজ, তৈল, সাবান ও ছোলা বুট,তুলে দেন। ত্রান বিতরনে উপস্হিত ছিলেন বন্ধন সমিতির বিশিষ্ট সমাজ সেবক ফয়েজ আহমেদ ডিপটি,বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন, বাংলাদেশ কৃষি ব্যাংক রামগড় শাখার কর্মকর্তা ওসমান চৌধুরী, চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন।
বন্দন সমিতির নেতৃবৃন্দরা সাংবাদিকদের বলেন, করোনা দুর্যোগে সাধারণ মানুষ যেন ঠিকমতো খাবার খেতে পারেন সেজন্য কর্মহীন, নিম্নআয়ের দুস্থ ও অসহায় মানুষ খুঁজে বের করেন এবং খাদ্য সামগ্রী তাদের বাসা পর্যন্ত পৌঁছানো নিশ্চিত করবো।