মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে বাবা-ছেলেসহ এক নারী চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৬ জন।
আক্রান্ত বাবা-ছেলে মানিকগঞ্জ পৌরসভার টিনপট্টি এলাকার বাসিন্দা। কয়েকদিন আগে ওই বাড়ির পুত্রবধু করোনা ভাইরাসে আক্রান্ত হলে ওই বাড়ির ১৩ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। আজ সোমবার দুইজনের করোনা পজিটিভ আসে।
সোমবার সিভিল সার্জন ডা: আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে সিংগাইরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে তার রিপোর্ট পজিটিভি আসে।















