করোনাভাইরাস প্রতিরোধকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরন করে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায়, বিমান বাহিনীর পক্ষ থেকে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রাম এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এর কর্তৃপক্ষের নিকট মাস্ক, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) এবং হ্যান্ড গ্লাভস সহ চিকিৎসা সহায়ক সামগ্রী হস্তান্তর করেন।
করোনাভাইরাসের কারণে উদ্ভুত এই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সমাজের নিম্ন আয়ের মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে ঘাঁটি বঙ্গবন্ধু ও এর পার্শ্ববর্তী এলাকার নিম্ন আয়ের জনগণের মাঝে ২৭ এপ্রিল ২০২০ (সোমবার) উপযুক্ত প্যাকেটের মাধ্যমে চাউল, ডাল, তৈল, পেয়াজ, সাবান সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করে।
সামাজিক দুরত্ব বজায় রেখে বিমান বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাগণ এই সাহায্য বিতরণ করেন।
জাতীয় যেকোন ধরনের দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সহায়তা প্রদান করে আসছে এবং করোনাভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরন করে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।