বিশ্বে বাঙ্গালী এক মাত্র জাতি, যারা নিজের মুখের মাতৃভাষার জন্য পাকিস্তান সেনাদের বিরুদ্ধে আন্দোলনে জীবন বিসর্জন দিয়ে ভাষার সম্মান রক্ষা করে। ভাষা আন্দোলনে মাধ্যমে নেতারা বুঝতে পারেন পশ্চিম পাকিস্তানের সাথে আমরা থাকতে পারবো না। ভাষা আন্দোলনেই সুত্রপাত স্বাধিকার অন্দোলন।
স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় আন্দোলন সংগ্রামের মধ্যে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা, বোনের সম্ভ্রমের বিনিময়ে চুড়ান্ত বিজয় লাভ করে বিশ্ব মানচিত্রে ঠাঁই করে নেয় বাংলাদেশ নামের নতুন একটি দেশ।
বিজয় দিবস উপলক্ষে ক্র্যাক প্লাটুন আওয়ামী একটিভিস্ট ফোরামের চট্টগ্রাম ইউনিটের নেতৃত্বে শহিদদের স্মরণে শহিদ মিনারে ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান ক্র্যাক প্লাটুনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, ক্র্যাক প্লাটুন চট্টগ্রাম ইউনিটের প্রধান ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক শিরিন আক্তার, কেন্দ্রীয় কমিটির সদস্য আলমগীর খান, সদস্য নূরা সায়িকা, মাহমুদা আক্তার, শ্যামাইলা বেগম।
এসময় ক্র্যাক প্লাটুনের চট্টগ্রাম বিভাগীয় প্রধান শিরিন আক্তার জানান, আমরা অনলাইনে আমাদের কর্মকান্ড বেগবান করার মাধ্যমে প্রমান করেছি মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, দেশ, আওয়ামী বিরোধী যেকোনো অপশক্তি আমরা কঠোরভাবে মোকাবেলা করতে সক্ষম। যেখানে অপপ্রচার সেখানেই সংঘবদ্ধ সমুচিত জবাব ও প্রতিরোধ। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা, অপপ্রচারের জবাব ও স্বাধীনতার স্বপক্ষে অবদান রাখার জন্য ক্র্যাক প্লাটুনের অনলাইন টিমকে ধন্যবাদ জানান তিনি। ওনাদের কর্মকান্ড এভাবে প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।