একুশ শতকের ভয়াবহ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস পাদুর্ভাবের এই সংকটময় পরিস্থিতির উন্নতি হলেই আগামী ৮ মে থেকে স্বল্প পরিসরে উড়োজাহাজ চালু হতে পারে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন)।
বেবিচক সূত্র জানিয়ছে, সব রুটে ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞার সময়সীমা ৭ মে পর্যন্ত বাড়ানো হয়। দেশের করোনা পরিস্থিতির উপর সব কিছু নির্ভর করছে। করোনা পরিস্থিতি উন্নতির দিকে গেলে রাষ্ট্রের সংশ্লিষ্ট সকল পক্ষের অনুমোদন সাপেক্ষে ৮ মে থেকে দেশে বিমান চলাচল শুরু করার সিদ্ধান্ত আসতে পারে। তবে করোনা পরিস্থিতি উন্নতির দিকে না গেলে ৮ মে থেকে বিমান চলাচলের কোনো সম্ভাবনা নেই।
এর আগে গতকাল বুধবার করোনাসহ নানা সংকটের কারণে ১৫ মে পর্যন্ত সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো- সাম্প্রতিক কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৫ মে পর্যন্ত সব ধরনের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল ঘোষণা করল।