ঢাকা মিরপুরের ৯৩ নং ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির পারভেজ ও মিরপুর জাতীয় চিড়িয়াখানা স্টাফ কোয়ার্টারের স্থানীয় তরুণদের ব্যক্তিগত অর্থায়নে আজ ৭ম রোজার দিনে ৫০০ প্যাকেট ইফতার বিতরণ করা হয়। ইফতার রাস্তার ছিন্নমূল মানুষদের এবং রিকশা চালকদের মাঝে বিতরণ করা হয়।
এছাড়াও লক ডাউনের পর থেকে চিড়িয়াখানা স্টাফের স্থানীয় শাহ আলম, আবির, আসিম, মিরান, রাকিবুল,ফরহাদ,জয়, রাশেদ, জাহিদ, আমিন, তারেখ, রাজিব, সাগর, সিফাত, আরো অনেকের উদ্যোগে এ পর্যন্ত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। যার সম্পূর্ণ অর্থায়ন করে চিড়িয়াখানা ও জাতীয় বোটানিক্যাল গার্ডেন এর কর্মচারীদের গণ।
এছাড়াও ৯৩ ওয়ার্ড শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির পারভেজ ঢাকা-১৪ নং আসনের সাংসদ জনাব আসলামুল হক এর ব্যাক্তিগত ত্রাণ তহবিল থেকে এ পর্যন্ত প্রায় ১৭০ পরিবার কে ত্রান সাহায্য প্রদান করেছেন।
তাদের ব্যাতিক্রম উদ্যোগে রাস্তার কুকুরদের মাঝে নিয়মিত খিচুড়ি রান্না করে খাওয়ানো হচ্ছে।
আবির এবং শাহ আলমের সাথে আলাপ করে জানা যায়, যতদিন পর্যন্ত লকডাউন চলবে তাদের ত্রাণ কার্যক্রম চলমান থাকবে।