সাম্প্রতিক শিরোনাম

৩৪ টি এতিমখানায় পৌঁছে গেলো মাশরাফির দেয়া ত্রাণসামগ্রী

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার পক্ষ থেকে নড়াইলের লোহাগড়া উপজেলার ৩৪টি এতিমখানায় খাদ্যসামগী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় চত্বরে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি এতিমখানার তত্ত্বাবধায়কদের কাছে ৫০ কেজি করে চালসহ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

মাশরাফি বিন মর্তুজা এমপি বর্তমানে ঢাকায় আছেন। তার পক্ষ থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ূর রহমান, সহসভাপতি এ কে এম ফয়জুল হক, যুগ্মসাধারণ সম্পাদক এ এম আব্দুল্লাহ, সাজ্জাদ হোসেন মুন্না, লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী জোসেফ হোসেন প্রমুখ।

মাশরাফির বন্ধু জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন বসু জানান, মাশরাফি তার ক্রিকেটাঙ্গণের উপার্জিত টাকায় নড়াইল-২ আসনের অন্তর্গত প্রতিটি এতিমখানায় এ উপহার সামগ্রী দিচ্ছেন। বৃহস্পতিবার লোহাগড়া উপজেলার এতিমখানাগুলোতে খাদ্যসামগ্রী বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হলো। পরবর্তীতে নড়াইল সদর উপজেলার এতিমখানাগুলোতে এ উপহার সামগ্রী বিতরণ করা হবে।

এছাড়া এতিমখানার শিশুদের যেন কোনো সমস্যা না হয়, সে জন্য মাশরাফি সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন বলে জানান মাশরাফির বন্ধু সৌমেন বসু।

এর আগে মাশরাফির পক্ষ থেকে ১২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান, ডাক্তার, নার্স ও সাংবাদিকদের জন্য পিপিই প্রদান, সদর হাসপাতালের প্রবেশদ্বারে জীবানুনাশক কক্ষ ও ডক্টরস সেফটি চেম্বার স্থাপন, জেলা কারাগারের কয়েদিদের জন্য জীবানুনাশক উপকরণ বিতরণসহ করোনা মোকাবেলায় বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...