মোঃইয়াসিন,সাভার: সাভার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মাসব্যাপী বিনামূল্যে ইফতার বাজারের ৭ম দিনে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বৈশ্বিক করোনা ভাইরাস প্রাদূর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সাভার উপজেলা ছাত্রলীগ।
সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমানের আমন্ত্রনে শামিল হলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
শুক্রবার (১ মে) বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ডের সিটি সেন্টারের সামনে মানবতার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ৬শতাধিক কর্মহীন ও দুস্থ মানুষের হাতে খাবার তুলে দেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জয় ও লেখক জানান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ সর্বদা সাধারন মানুষের পাশে থাকবে। মহামারি করোনা ভাইরাসের সংকটময় সময়ে ছাত্রলীগ অসহায় কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে। তাদের ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছে। কর্মহীন মানষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে।
সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান বলেন, আমাদের বিভিন্ন মানবিক কার্যক্রম নতুন প্রজন্মকে ছাত্রলীগ সম্পর্কে ভিন্ন বার্তা দিচ্ছে। আমরা মানবতাকে সাথে নিয়ে আগামীতে পথ চলতে চাই। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজ কবিরসহ ছাত্রলীগের সকল নেতারা।