দারিদ্র্যের হার কমেছে ১ দশমিক ৩ শতাংশ এবং অতিদারিদ্র্যের হার কমেছে দশমিক ৮ শতাংশ। দেশে দারিদ্র্যের হার কমায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এম এ মান্নান বলেন, ‘দেশে আগে দারিদ্র্যের হার ছিল ২১ দশমিক ৮ শতাংশ, এটা বর্তমানে নেমে এসেছে ২০ দশমিক ৫ শতাংশে। অর্থাৎ ১ দশমিক ৩ শতাংশ দারিদ্র্যের হার কমেছে। মন্ত্রী জানান, একই সময়ে অতিদারিদ্র্যের হারও কমেছে।
আগে অতিদারিদ্র্যের হার ছিল ১১ দশমিক ৩ শতাংশ, এখন তাদের সংখ্যা দাঁড়িয়েছে ১০ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ দশমিক ৮ শতাংশ অতিদারিদ্র্যের হার কমেছে। এম এ মান্নান বলেন, ‘দারিদ্র্য ও অতিদারিদ্র্যের হার কমায় আমরা অত্যন্ত আনন্দিত। প্রধানমন্ত্রীও এতে আনন্দিত। ’ প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদ ভবনের বিদ্যুৎ বিলের বিষয়ে প্রায়ই সমস্যা হয়। প্রধানমন্ত্রী বিদ্যুতের দায়িত্বে আছেন। তিনি বলেছেন, অবিলম্বে এখানে (সংসদ ভবনে) সব ভবনে প্রি-পেইড মিটার লাগান। প্রি-পেইড মিটার ইদানীং আমাদের অনেক জায়গায় লাগানো হচ্ছে। আমাদের সংসদ ভবনের অফিস ও বাসভবনেও ফ্রি প্রি-পেইড মিটার লাগান- এটা প্রধানমন্ত্রীর নির্দেশ। ’