তারাও আমাদের মতোই মানুষ, তাদেরও আবেগ আছে।আছে অনুভূতি। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ।আমরা তাদের ‘হিজড়া’ বলে চিনি।
করোনার প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়া এ সকল তৃতীয় লিঙ্গের মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করেছে বাংলাদেশ পুলিশ।
পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে পুলিশ অফিসের সামনে তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এ সহায়তা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, লবণ ও ভোজ্য তেল।
এ সময় এ সকল মানবিক সহায়তা পেয়ে হিজড়া সম্প্রদায়ের পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোস্তাফা মমতা বলেন, আমাদেরকে নিয়ে বাংলাদেশ পুলিশ যেভাবে ভাবছে এবং কর্ম পরিকল্পনা করছে তা অন্য কোন সংস্থা করে না। তিনি বাংলাদেশ পুলিশ কর্তৃক আয়োজিত ঢাকাস্থ সাভারে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সম্মেলনেও অংশগ্রহণ করেছেন বলে জানান।