সাম্প্রতিক শিরোনাম

রামগড় ফেনি নদীতে বাসরত ভারসাম্যহীন নারী স্বজনদের কাছে হস্তান্তর

এমদাদ খান, খাগড়াছড়িঃ খাগড়াছড়ির রামগড়ের স্থানীয় সংবাদ কর্মীদের রিপোর্টে ৪৩ বিজিবি রামগড় জোনের আন্তরিকতায় মানবিকতা, অক্লান্ত পরিশ্রম, এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগীতায় অবশেষে নিজ পরিবারের সদস্যদের কাছে ফিরে যাচ্ছে রামগড়-সাব্রুম সীমান্তের নো ম্যান্স ল্যান্ড ফেনী নদীতে অবস্থানরত সেই মানসিক ভারসাম্যহীন নারী।

৪৩ বিজিবি, ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস (আইসিআরসি) ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) যৌথ প্রচেষ্টায় তাকে স্বজনদের নিকট হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। সোমবার ৪ ঠা মে বিকাল ৪ টায় আনুষ্ঠানিকভাবে রেড ক্রিসেন্ট এর জেলা সভাপতি পাজেপ চেয়ারম্যান কংজরি চৌধুরীর উপস্থিতিতে পরিবারের নিকট হস্তান্তরের জন্য ঢাকা থেকে আসা রেডক্রিসেন্ট কর্মীদের বহনকারি গাড়িতে তুলে নেন।


এসময় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল জি এইচ এম সেলিম পিএসসি জি, ৪৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল তারিকুল হাকিম পি এস সি, খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদার,রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামসুজ্জামান, ওসি (তদন্ত) মনির হোসেন।দেশব্যাপী চলমান করোনা ভাইরাস সংক্রমণ আশংকায় মহিলাটির করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ ও পরীক্ষার রিপোর্ট ৩ এপ্রিল নেগেটিভ হিসাবে শনাক্ত হয়।


গত ২ রা এপ্রিল থেকে খাগড়াছড়ির রামগড় উপজেলার ফেনী নদীর মাঝখানে একমাস যাবত অবস্থান করা মানসিক ভারসাম্যহীন ওই নারীর পরিচয় অবশেষে শনাক্ত হয়। তার নাম শাহানাজ পারভিন (৩৫) কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দই খাওয়ারচর গ্রামের হাতেম আলী শেখ ও ওমেলা খাতুনের মেয়ে। ভারসাম্যহীন অবস্থায় প্রায় দুই বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হন। বিজিবি-আইসিআরসি ও বিডিআরসিএস যৌথভাবে কাজ করে নারীর নাম পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদার জানান, বিজিবির আন্তরিকতায় গত দুই বছর ধরে নিখোঁজ থাকা একজন নারীকে আমরা আইসিআরসির রেস্টোরিং ফ্যামিলি লিংকস (আরএফএল) এর মাধ্যমে তার পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করছি। এ প্রক্রিয়ায যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন বিশেষ করে বিজিবি,রেডক্রিসেন্ট এবং সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...