আজ চট্টগ্রামের বিআইটিআইডি’তে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে । তাদের মধ্যে দুইজন চিকিৎসক রয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১৬ জন।
নতুন আক্রান্তদের মধ্যে নগরের কাঠগড়, দামপাড়া, পাঁচলাইশ ও নন্দনকানন এলাকার ১ জন করে রয়েছেন। এদের মধ্যে পাঁচলাইশ ও নন্দন কানন এলাকায় আক্রান্ত দু’জনই চিকিৎসক।
এছাড়া লোহাগাড়া উপজেলার একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালেও করোনায় আক্রান্ত ১ জন চিকিৎসাধীন রয়েছেন।
আজ ৫ মে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।
তিনি গণমাধ্যমকে বলেন, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ২৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। এদের মধ্যে ৫ জন চট্টগ্রাম নগরের এবং ১ জন জেলার বাসিন্দা। এছাড়া করোনা পজেটিভ হওয়া অন্যজন পুরোনো রোগী।