শতাব্দীর ভয়াবহ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় ঢাকার মিরপুরস্থ ভাষানটেক এলাকা ও বেনারসী পল্লী বস্তির ৭০০ পরিবারের মাঝে সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড সোমবার ত্রাণ বিতরণ করেন।
সেনা সদস্যরা ভাষানটেক ও মিরপুর বেনারশী পল্লী এলাকায় পৌঁছে এসব স্থানে বসবাসরত পরিবারের সদস্যদের ঘরে থাকতে অনুরোধ জানান। পরবর্তীতে ত্রাণ সামগ্রীসমূহ অসহায় ও দুস্থদের পরিবারের মাঝে সেনা সদস্যরা ঘরে ঘরে পৌঁছে দেন ।
মিরপুরের ভাষানটেক এলাকায় চারটি বস্তিতে প্রায় পাঁচ থেকে সাত হাজার গরীব পরিবার বসবাস করে । এসব পরিবারের মাঝে ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের পর্যাক্রমে ত্রাণ সামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্যায়ে আরো একটি বস্তিতে ত্রাণ বিতরণ করা হয়।
উল্লেখ্য, এর আগে গত রবিবার ভাষানটেকের একটি বস্তিতে প্রথমবার ত্রাণ বিতরণ করা হয়।