রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ উপজেলার অধিনস্ত প্রতিটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পাকা ধান কাটা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। উক্ত কর্মসূচী সার্বিক তত্ত্বাবধান করেছে রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন রিয়াজ ও সাধারণ সম্পাদক দিদারুল আলম। এ বিষয়ে তাদের প্রশংসায় ভাসালেন তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ডঃ হাছান মাহমুদ এমপি।
করোনা ভাইরাসের কারণে শ্রমিক ও অর্থ সংকটে পাকা ধান ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন রাঙ্গুনিয়ার কৃষকেরা। বৈশাখ মাস যেকোনো সময় প্রবল ঝড় বৃষ্টি এসে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ,এতে চরম বেকায়দায় চাষীরা, এই দুশ্চিন্তা দূর করতে এই দুর্যোগে দুঃখ-দুর্দশা লাঘবে কৃষকের পাশে থেকে কাজ করতে এগিয়ে আসার জন্য আহ্বান জানান মাননীয় তথ্যমন্ত্রী জননেতা ডঃ হাছান মাহমুদ এমপি মহোদয় যিনি যে কোন মানবিক সংকটে সাধারণ মানুষের সাহায্যে সহযোগিতায় এগিয়ে আসেন।
রাঙ্গুনিয়া উপজেলা রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সমন্বয়ে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার জন্য মাননীয় তথ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশে এই উদ্যোগ নেয়া হয়েছে।
প্রতিটি ইউনিয়নে ধান কেটে ঘরে তুলে দিতে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে তার আলোকে রাংগুনীয়া পৌরসভা ১নং ওয়ার্ড কাউন্সিলর জালাল উদ্দিন সংকটে পড়া কয়েক জন কৃষকের কথা ফোনে জানালে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিতে ছুটে যান রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নাছির উদ্দিন রিয়াজ, সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম,সহ সভাপতি আজিম উদ্দিন, হেলাল তালুকদার, সদস্য নাজমুল হাসান রনি,আবু তৈয়ব, সেকান্দর হোসেন শান্ত,আমির হোসেন,শিক্ষা বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন রিয়াদ, আজিম সিকদার,সহ নেতৃবৃন্দ।