কক্সবাজারে বন্দুকযুদ্ধে মাদক ব্যাবসায়ী রোহিঙ্গা নিহত

রোহিঙ্গা অধ্যুসিত কক্সবাজারে উখিয়া উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. সাদেক (২২) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

আজ ৭মে বৃহস্পতিবার ভোরে উপজেলার পালংখালীর রহমতের বিল সীমান্তে এ ঘটনা ঘটে।বিজিবি জানিয়েছে, সাদেক মাদক কারবারি ছিল। সে বালুখালী ৮নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত আবদুল জলিলের ছেলে।

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ সংবাদ মাধ্যমে জানান, পালংখালীর রহমতের বিল সীমান্ত এলাকায় কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে-এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় বিজিব ‘র একটি টিম।সে সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছোঁড়ে।সে সময় আত্মরক্ষায় বিজিবি পাল্টা গুলি করলে মো. সাদেক নিহত হন।ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।