মোঃইয়াসিন,সাভার: আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী বাজার এলাকায় অধিক মূল্যে জীবাণুনাশক পন্য( সেভলন) বিক্রয় করায় সততা কমিউনিটি ফার্মাসীকে ৬হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমান আদালত ।
বৃহস্পতিবার(৭ মে)করোনা পরিস্থিতিতে দেশের বাজার মনিটরিং এ রুটিন মাফিক নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার(ভূমি)তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান গোপন সংবাদের ভিত্তিতে সততা কমিউনিটি ফার্মাসীতে যেয়ে ঘটনার সত্যতা যাচাইয়ে অভিযোগ প্রমানিত হয় এবং উক্ত প্রতিষ্ঠানকে ৬হাজার টাকা নগদ জরিমানা করা হয়।
তিনি আরও জানান, সরকারি নির্দেশ মোতাবেক মাস্ক, স্যানিটাইজার, সহ অন্যান্য হাইজনিক পন্য সামগ্রীর যেন কৃত্রিম সংকট সৃষ্টি না হয় এবং বেশি দামে যেন বিক্রয় করা না হয় সেজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।