মোঃইয়াসিন,সাভারঃ
চলমান বৈশ্বিক করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের দেওয়া সহায়তার অংশ হিসেবে ঢাকার অদূরে সাভার,আশুলিয়ায় বসবাসরত দুস্থ, অসহায় ও কর্মহীন মানুষদের মাঝে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর দেওয়া উপহার পৌছে দিয়েছেন বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, ডা.এনামুর রহমান (এমপি)।
রবিবার, (১০ মে) আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন এর আলহাজ্ব তৈয়ব আলী মডেল স্কুল মাঠ ও আউটপাড়া বস্তিতে সামাজিক দূরত্ব বজায় রেখে একহাজার পাঁচশত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময়, মাননীয় প্রতিমন্ত্রি বলেন করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সরকার দীর্ঘ পদক্ষেপ হাতে নিয়েছে।যতদিন এই সংকট থাকবে সরকার জনগনের মাঝে এই সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ভাইরাস প্রাদুর্ভাবে তৈরি পোশাক শিল্প শ্রমিকদের কথা বিবেচনা করে বাড়ি ভাড়া কমানোর জন্য বাড়িওয়ালাদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।
তিনি আরো বলেন, দেশের এই দুর্যোগময় মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের জনগনের পাশে এসে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ সরকার।
দেশরত্ন মুজিব কন্যা মাননীয় প্রধান মন্ত্রীর অঙ্গীকার, দেশের একটি মানুষও যাতে না খেয়ে থাকে সে লক্ষ্যে কাজ করে যাবে আওয়ামী লীগ সরকার।
পরে প্রতিমন্ত্রি প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন এবং দেশের এই ক্রান্তিলগ্নে সরকারের পাশাপাশি সমাজের বিত্ত বানদের সকলের পাশে এসে দাড়াবার আহ্বান জানান।