মাগুরা প্রতিনিধিঃ করোনাভাইরাসের কারণে স্তব্ধ গোটা দেশ। কার্যত ঘরবন্দি কোটি কোটি মানুষ। বৈশাখের শেষে কাঠফাটা রোদের গরমে নাভিশ্বাস অবস্থায় দেখা দিয়েছে চরম শ্রমিক সংকট। এ অবস্থায় মাগুরার শালিখা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আড়পাড়া ডিগ্রী কলেজের শিক্ষক ও কর্মচারীরা ধান কেটে দিলো এক কৃষকের।
সোমবার অত্র কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের নেতৃত্বে শিক্ষক ও কর্মচারীরা মোঃ জামাল শিকদার নামে এক কৃষকের ৮৮ শতাংশ জমির ধান কেটে দেয়। এ মহামারির সময়ে ধান কেটে দেওয়ায় খুশি কৃষকসহ এলাকাবাসী।
অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান বলেন,মাগুরা ২ আসনের মাননীয় সংসদ সদস্য ও অত্র কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ড.শ্রী বীরেন শিকদার এবং যশোর শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. মোল্লা আমির হোসেন মহোদয়ের সুনির্দিষ্ট নির্দেশনায় করোনা ভাইরাসে সৃষ্ট দেশের এই দূর্যোগে কৃষকে সহযোগিতা করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।আশা করি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও এজাতীয় কার্যক্রমে এগিয়ে আসবে।