এমদাদ খান, খাগড়াছড়ি:
প্রানঘাতি করোনা ভাইরাসের (কোবিড-১৯) সংক্রমন ঠেকাতে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি আর অঘোষিত লকডাউন। আর এ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে পাহাড়ের খেটে খাওয়া মানুষ। পাহাড়ের খেটে খাওয়া কর্মহীন পাশে দাঁড়িয়েছে মাটিরাঙ্গা উপজেলা সমাজ সেবা বিভাগ।
সোমবার (১২ মে) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মাঠে শতাধিক কর্মহীন, হতদরিদ্র ও দু:স্থ পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তা ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ প্রদান করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জনাব বিভীষণ কান্তি দাশ।
এসময় মাটিরাঙ্গা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কৃতি বিজয় চাকমা, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবয়ান কর্মকর্তা রাজ কুমার শীল ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি জসিম উদ্দিন জয়নাল প্রমূখ উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষন কান্তি দাশ বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে সব শ্রেণী-পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। শুরু থেকেই কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাড়িয়েছে সরকার। সরকারের নির্দেশে মানুষের ঘরে ঘরে পৌছে দেয়া হচ্ছে। খাদ্য সহায়তার অংশ হিসেবে কর্মহীন পাশে দাঁড়িয়েছে মাটিরাঙ্গা উপজেলা সমাজ সেবা বিভাগ। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাধারন মানুষের ঘরে ঘরে পৌছে দেব ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’।