ঈশ্বরদীতে পারিবারিক বিরোধের জের ধরে ৯ মাস বয়সী শিশু আভিয়া খাতুন নামে একটি শিশুকে গলাটিপে ও ডোবার পানিতে ফেলে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১১ মে) দিবাগত রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচরা গ্রাম থেকে ঘাতক সাদিয়া খাতুনকে আটক করা হয়। এরআগে, সোমবার সন্ধ্যায় শিশু আভিয়া খাতুনকে হত্যা করা হয়।
sআভিয়া বাবুলচরা গ্রামের স্কুলের পাশের আনছারুল মণ্ডলের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়রা এবং পুলিশ জানায়, সোমবার বিকেলে শিশুটির মা মিলি খাতুন তার মেয়ে আভিয়াকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে রান্না করছিলেন। এ সময় প্রতিবেশি সোহানের স্ত্রী সাদিয়া খাতুন পূর্ব শত্রুতার জেরে প্রতিশোধ নেওয়ার জন্য শিশুটিকে চুরি করে নিয়ে গলাটিপে মেরে ফেলেন। পরে বাড়ির অদূরে একটি মুরগির খামারের পাশের ডোবায় ফেলে দেন। ঘরে গিয়ে নিজের সন্তানকে বিছানায় না দেখে মিলি খোঁজাখুঁজি করেও কোথাও না পেয়ে স্থানীয় মসজিদে মাইকিংও করান। বিষয়টি ঈশ্বরদী থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই ডোবা থেকে লাশ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, এলাকায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে শিশু আভিয়া হত্যার রহস্য উন্মোচিত হয়েছে। এ ঘটনায় মৃত শিশুর বাবা আনছারুল মণ্ডল বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন