মাগুরা প্রতিনিধিঃকরোনাভাইরাসের এই দুর্যোগে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার।
করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকেই প্রায় প্রতিদিনই নিজ সংসদীয় এলাকায় সংকটে পড়া মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। অংশ নিচ্ছেন করোনা প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচীতে। শুধু নিজে নন;দলীয় নেতাকর্মী ও সমর্থকদেরও করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন কার্যক্রমে যুক্ত করেছেন ।
মহম্মদপুর, শালিখা ও মাগুরা সদরের ৪ টি ইউনিয়ন নিয়ে মাগুরা ২ আসন। সরকারি ত্রাণ সহায়তার পাশাপাশি নিজের ব্যক্তিগত উদ্যোগে করোনা সংক্রমণের কারণে সঙ্কটে পড়া মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করছেন তিনি।
দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর সাংসদ ড.বীরেন শিকদার নিজ এলাকার জনগণকে সচেতন করতে শুরু করেন। এসময় করণীয় নির্ধারণে স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক করেন তিনি। লকডাউন ঘোষণার পর বিপাকে পড়া মানুষদের খাদ্য সহায়তা প্রদান শুরু করেন, যা অব্যাহত রয়েছে।
এছাড়াও পবিত্র রমজান মাসে মানুষের মধ্যে বিতরণ করছেন ইফতার সামগ্রী।
এ বিষয়ে মাগুরা ২ আসনের সাংসদ ড.বীরেন শিকদার বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জনগণের পাশে আছি। সংসদীয় এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে মানুষকে সহায়তা করার চেষ্টা করছি।
করোনা ভাইরাস প্রতিরোধে জীবনের ঝুঁকি নিয়ে ভূমিকা রাখায় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সাংবাদিক, দলীয় নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের ভূয়সী প্রশংসা করেন তিনি।
এছাড়াও তিনি আরও জানান, করোনা সংকটকালীন সময়ে সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।